নিজস্ব প্রতিবেদক:
১১ জুলাই (বৃহস্পতিবার) সন্ধ্যায় মেয়র কাপ ইনডোর গেমস-২০১৯ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান খুলনা জেলা প্রশাসনের আযোজনে অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র জনাব তালুকদার আব্দুল খালেক। জেলা প্রশাসক জনাব মোহাম্মদ হেলাল হোসেন মহোদয়ের সভাপতিত্বে মেয়র কাপ ইনডোর গেমস-২০১৯ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন খুলনা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ সহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন ইভেন্টে বিজয়ী খেলোয়াড়বৃন্দ।
এ সময় সিটি মেয়র ও জেলা প্রশাসক মহোদয় বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন।