পাইকগাছা, প্রতিনিধি :
খুলনার পাইকগাছায় সন্ধ্যাকালীন ১৬ দলীয় শহীদ গাজী শামছুর রহমান শর্টপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্টর উদ্ভোধনী অনুষ্ঠান সোমবার রাতে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার ঘোষাল গ্রামে শহীদ গাজী শামছুর রহমান স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত শর্টপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন পাইকগাছা-কয়রার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আকতারুজ্জামান বাবু। স্মৃতি সংসদের সভাপতি এস,এম, মোজাম্মেল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী গাজী মোহাম্মদ আলী, ব্যবসায়ী গোলাম কিবরিয়া রিপন, আওয়ামীলীগনেতা আনোয়ার ইকবাল মন্টু, কাউন্সিলর কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ। উপস্থিত ছিলেন, এড. শফিকুল ইসলাম কচি, আওয়ামীলীগ নেতা নির্মল চন্দ্র অধিকারী, গাজী নজরুল ইসলাম, ইউপি সদস্য আবু হাসান, ভাইস চেয়ারম্যানপ্রার্থী শিহাব উদ্দীন ফিরোজ বুলু, যুবলীগনেতা আজিজুল হাকীম, শেখ জামাল হোসেন, ছাত্রলীগনেতা রনি।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শহীদ গাজী শামছুর রহমান স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা ফরহাদ নেওয়াজ শিমু।