ওবায়দুল কবির(সম্রাট): খুলনার কয়রায় এক ভিন্নধর্মী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। কয়রা সদরের দুই পুরাতন অতি পরিচিত চায়ের দোকান আবুল টি ষ্টোর ও জাহাঙ্গীর টি স্টল এর নিয়মিত কাস্টোমারদের মধ্যে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৫জুলাই) বিকালে কয়রা মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে চায়ের দোকানের কাস্টোমাররা প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করে।
জাহাঙ্গীর টি স্টল এর টিম ম্যানেজার ছিলেন জাহাঙ্গীর আলম ও আবুল টি ষ্টোর এর টিম ম্যানেজারের দায়িত্ব পালন করেন মোঃ আবুল।
প্রতিযোগিতাপূর্ণ মনোমুগ্ধ ৯০ মিনিটের খেলায় জাহাঙ্গীর টি স্টল ২ গোল ও আবুল টি ষ্টোর ২ গোল করে খেলা ড্র হয়।
দুটি দলের খেলোয়াড়দের মধ্যে ছিলেন জাহাঙ্গীর ট্রি স্টল -আছাদুজ্জামান, রোকনুজ্জান, ইখতিয়ার উদ্দিন হিরো, আরিফুর ইসলাম ডালিম, সেকেন্দার হায়াত সেলিম, মোস্তফা মাহমুদ,পলক সানা, অমিত কাপালি, আক্তারুল ইসলাম আক্তার, নাজমুল ইসলাম, সরোয়ার হোসেন, সোহেল রানা, জয় দিপ অধিকরী, দিপু, টুটুল, হাসান, মফিজ, গোলাম, রাজু জিয়া, ইমন, আনারুল। আবুল টি ষ্টোর – দেলোয়ার, বিল্লাল, বিল্লু, মিলন, সোহাগ, নাইম, পার্থ, রাসেল, নাজমুল, রাজা, সলেমান, ওসমান, আনিচুর, বাবু, আরিফ, রমজান, রিজভী, বাবু, আফজাল, রবিউল।
জাহাঙ্গীর টি স্টল ও আবুল টি ষ্টোর এর উদ্যোগে লেখার সার্বিক সহযোগিতা ও পরিচালনা করেন আল আমিন ফরহাদ, রবিউল ইসলাম ও আব্দুল কাদের। রেফারি ছিলেন কয়রা দাখিল মাদ্রাসা ক্রীড়া শিক্ষক আব্দুর রাজ্জাক ।
ভিন্নধর্মী প্রীতি ফুটবল ম্যাচ দেখতে ফুটবল ভক্ত প্রেমী ও দর্শক ছিল উপস্থিতি ছিল নজর কাড়া।