খবর বিজ্ঞপ্তি :
১৯ জুন বুধবার বিকেল ৩টায় বটিয়াঘাটা উপজেলার কৈয়াবাজারে বাংলাদেশ কৃষক ক্ষেতমজুর সমিতি, খুলনা জেলা কমিটির উদ্যোগে কৃষি ও কৃষক বাঁচাও এবং ধানের ন্যায্যমূল্যের দাবিতে এক হাটসভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কৃষক ক্ষেতমজুর সমিতির খুলনা জেলার সভাপতি মোস্তফা খালিদ খসরু। বক্তব্য রাখেন ইউনাইটেড কমিউনিস্ট লীগের খুলনা জেলা সম্পাদক কমরেড সমরেশ রায়, ইউসিএলবি’র জেলা কমিটির সদস্য বামমোর্চার সমন্নয়ক কাজী দেলোয়ার হোসেন, ইউসিএলবি’র জেলা কমিটির নেতা কমঃ আনিসুর রহমান মিঠু, ক্ষেতমজুর সমিতির জেলা সভাপতি চিত্তরঞ্জন গোলদার, স্থানীয় কৃষক ক্ষেতমজুর সমিতির নেতা রাইদুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, কৃষক ধানসহ ফসলের ন্যায্যমূল্য পাচ্ছে না। বাংলাদেশের অর্থনীতিতে কৃষি ও কৃষক অন্যতম অবদান রেখে চলছে। গত ৪৮ বছরে খাদ্য উৎপাদন বেড়েছে প্রায় ৪ গুণ। এবার প্রায় দুই কোটি টন বোরো ধান উৎপাদন হয়েছে। প্রতি মণ ধানের খরচ প্রায় ৮৫০-৯০০ টাকা পড়েছে। অথচ সরকারের লুটেরা ব্যবসায়ীবান্ধব বাজার নীতির কারণে কুষক ৪০০-৬০০ টাকা দরে ধান বিক্রী করতে বাধ্য হচ্ছে। এ কারণে কৃষক খাদ্য উৎপাদনে নিরুসাহিত হচ্ছে। এভাবে কৃষিজমিও হ্রাস পাচ্ছে। এখনই ব্যবস্থা না নিলে ভবিষ্যতে দেশ খাদ্য ঘাটতির সম্মুখীন হবে।