ফণী
এস.কে.এইচ. সৌরভ হালদার
আসিবো হঠাৎ
না জানিয়ে, না বলে।
ভেঙ্গে চুরে চুরমার করে দেবো,
এটাই হবে আমার আঘাত ?
কেপে যাবে বিশ্ব, সৃষ্টি হবে ভূমিকম্প
চমকে যাবে বিদ্যুৎ,
প্রচণ্ড বেগে আসিবে বাতাস।
তবেই না আমার নাম হবে ফণী !
চালাবো তাণ্ডব, ঘুরবো অজানা পথে
শুধু প্রতিক্ষাই থাকবে।
অপেক্ষা করো আসিবো তোমার দূয়ারে
যে ডাকিনি কখনো সৃষ্টিকর্তকে
সে ডাকিবে বার বার
আল্লাহ – ইশ্বর বলে
ডকিবে সে বুদ্ধ – যিশুকে
কোথাই ছিলে এতোদিন ?
আসিলো বিপদ! তবেই কি ডাক হলো ?
ছাড়বো না কাউকে
সমুদ্রের তল দেশ থেকে আসছি আমি
প্রতিক্ষাই থেকো।
হয়নি যা গত তিতাল্লিশ বছরে,
তা হবে এখন উনিশে।
শুধু একটা সময়,
ঘন্টাই চলিবো অজনা গতিতে।
যাবে দিন, বাড়বে গতি
তবেই তো হবে আমার নাম ফণী।