আষাঢ়
–আব্দুছ ছালাম চৌধুরী
আমরা দু’জনে, বসেছি নির্জনে
খুলিয়া বাতায়ন,
আকাশ কালো, দেখি না আলো
ঝরিছে বরিষণ।
পথিকেরা হাঁকে, নদীর ঐ বাঁকে
উপচে উঠেছে জল,
আষাঢ়ী গর্জনে, কাঁপিছে গগনে
হাওর হইবে অতল।
ডুবিয়েছে ধান, কহিলেন মহীয়ান
তীব্র স্রোতের কারণে,
ভাসিছে ভেলা, করো না হেলা
ঢেউ তুলেছে পবনে ।