তথ্যবিবরণী নম্বর :
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী দ্য স্টেট দুমা অভ দ্য ফেডারেল এসেম্বলি অভ দ্য রাশিয়ান ফেডারেশনের আমন্ত্রণে দ্য সেকেন্ড ইন্টারন্যাশনাল ফোরাম ‘ডেভেলপমেন্ট অভ পার্লামেন্টারিজম ২০১৯’ শীর্ষক কনফারেন্সে অংশ নিতে গতকাল রাতে রাশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
বাংলাদেশ প্রতিনিধিদলের অন্য সদস্যবৃন্দ হলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ শামসুল হক টুকু এবং সংসদ সদস্য মো: জিল্লুল হাকিম। কনফারেন্সটি ১-২ জুলাই মস্কোতে অনুষ্ঠিত হবে।
এ সময় স্পিকারকে বিদায় জানাতে জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
কনফারেন্স শেষে স্পিকার আগামী ৫ জুলাই দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে ।