নিজস্ব প্রতিবেদক:
খুলনা সিটি কর্পোরেশনের মেয়রের নির্দেশ পবিত্র মাহে রমজানে বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা ও খাদ্যে ভেজাল প্রতিরোধে নিয়মিত অভিয়ানের অংশ হিসেবে ১৩ মে সোমবার খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে(কাঁচা ও রান্না করা খাবার একসাথে) ফ্রিজে খাবার রাখার অপরাধে ময়লা পোতা মোড়, শের-এ-বাংলা রোড়ের আজমীর কাবাব কে ১০০০০(দশ হাজার) টাকা জরিমানা করা হয়। পাশাপাশি বিভিন্ন মুদি দোকান ও শপিংমলগুলোও মনিটরিং করা হয়। একই সাথে মেয়াদ উত্তীর্ণ খাবার বিক্রয় করে কিনা ও নিউ মার্কেট বাজারও মনিটরিং করা হয়।
খুলনা সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মাসুম বিল্লাহর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে আরো উপস্থিত ছিলেন কেসিসির ভেটেরিনারি অফিসার ডা: মো: রেজাউল করিম, বাজার সুপার সেলিমুর রহমান, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য পরিদর্শক ও কেসিসির স্যানিটারি ইন্সপেক্টর শেখ মেহেদি হাসান বুলবুল, স্যানিটারি ইন্সপেক্টর হিসেবে নবজিৎ বাইন, ভারপ্রাপ্ত প্রিমিসেস লাইসেন্স পরিদর্শক মোল্লা সেলিম রেজা, স, ম আকমল হোসেন, মোল্লা জিল্লুর রহমান সহ কেসিসির নিরাপত্তা কর্মীরা। এছাড়া মেট্রোপলিটন পুলিশের একটি টিম সার্বিক ভাবে সহযোগীতা করে।
এছাড়া অভিযানকালে ব্যবসা প্রতিষ্ঠানে পণ্যমূল্য তালিকা প্রদর্শন, খাদ্য দ্রব্য সংরক্ষণের স্থান ও বাজার দর পর্যবেক্ষণ করা হয়। জনস্বার্থে পবিত্র মাহে রমজানে বাজার মূল্য স্থিতিশীল রাখা ও খাদ্যে ভেজাল প্রতিরোধকল্পে কেসিসি’র এ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।