খবর বিজ্ঞপ্তি :
বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলিন পরিষদ, ডুমুরিয়া শাখার সাধারণ সম্পাদক প্রয়াত ফারহানা ইয়াসমিন শাওন স্মরণে এক শোকসভা সুব্রত দাসের সভাপতিত্বে দীপালয় ইয়ূথ ক্লাবের আয়োজনে নিজস্ব কার্যালয়ে আজ ২৩ মে (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭:৩০টায় অনুষ্ঠিত হয়।
শোকসভার শুরুতে প্রয়াত শিল্পীর স্মৃতির প্রতি দাঁড়িয়ে ১ মিনিট নিরবতার পালনের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। সভায় বক্তারা বলেন, শিল্পী শাওন ছিলেন বরীন্দ্রসঙ্গীতের অনন্য প্রতিভা। তিনি অত্যন্ত বন্ধুবৎসল অমায়িক ব্যবহারের একজন মানুষ, শিক্ষায় ও রুচিতে তিনি ছিলেন বিরল ব্যক্তিত্বে অধিকারী। তাঁর মৃত্যুতে সঙ্গীত জগতের যে শূন্যতা হলো, তা পূরণ হবার নয়। শোকসভায় প্রয়াত শিল্পী শাওনের পরিবারের পক্ষ থেকে তাঁর ছোট ভাই শেখ রাহাত অয়ন বলেন, ‘আমার বোন আত্মহত্যা করেনি, তাঁকে হত্যা করা হয়েছে।’ তিনি এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের জোর দাবি জানান।
শোকসভায় শিল্পীর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে বক্তব্য রাখেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলিন পরিষদ, খুলনার সভাপতি, খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন ঘোষ, রবীন্দ্রসঙ্গীত সম্মিলিন পরিষদ, খুলনার সহ-সভাপতি এ্যাড. মিনা মিজানুর রহমান, অধ্যাপিকা অশোকা দত্ত, আবৃত্তি সমন্বয় মঞ্চ, খুলনার আহবায়ক কাজল ইসলাম, নান্দিক একাডেমির পরিচালক জেসমিন জামান, দীপালয় ইয়ূথ কয়ারের পরিচালক দীপক দত্ত, গণশিল্পী সংস্থা, খুলনার অধ্যাপক উত্তম কুমার, কাকলি বসু নন্দী, সড়জ, ডুমুরিয়ার শফি আহমেদ, শিল্পী তরুন মজুমদার, আবৃত্তি শিল্পী স্মৃতিরেখা বিশ্বাস, বিপ্লবী চারু বসু স্মৃতি পরিষদ, ডুমুরিয়ার বেনজির আহমেদ জুয়েল, সবুজ পাতার দেশের শরিফুজ্জামান টিটো, দীপালয় ইয়ূথ কয়ারের জ্যোতিপ্রভা রায়, রেজাউল ইসলাম সাগর, আরাফাত হোসেন, বীথি বিশ্বাস প্রমুখ।