রূপসা প্রতিনিধি :
জেলা গোয়েন্দা পুলিশ এক বিশেষ অভিযানে রূপসা উপজেলা থেকে ১ টি অস্ত্র, ১ রাউন্ড গুলি ও ৩৯০ পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায় জেলা গোয়েন্দা পুলিশের এসআই অর্জুন রবিবার (২৪ মার্চ) সকালে রূপসা কলেজের সামনে অভিযান চালান। এ সময় বাগেরহাটের কচুয়া উপজেলার কামারগাতী গ্রামের শাহজামালের পুত্র মোকারম হোসেন ফকির (৩৭) কে আটক করেন। পরে তার দেহ তল্লাশী করে ১ টি শুটারগান, ১ রাউন্ড তাজা গুলি এবং ৩৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে পুলিশ সূত্রে জানা যায় যে, মোকারমের বিরুদ্ধে অস্ত্র আইন ও মাদক দ্রব্য আইনে পৃথক পৃথক মামলা হয়েছে। তাকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।