প্রতিনিধি, পাইকগাছা :
খুলনার পাইকগাছা পৌর বাজারের সকল অবৈধ স্থাপনা এক সপ্তাহের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. মো. আব্দুল আউয়াল। তিনি সোমবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে পৌর বাজারে অভিযান পরিচালনা করেন।
এ সময় তিনি শিবসা’র চরভরাটি জমির উপর নির্মাণাধীনসহ পৌর বাজারের সকল অবৈধ স্থাপনা নিজ নিজ দায়িত্বে এক সপ্তাহের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। নির্দেশনা অমান্য করলে অবৈধ স্থাপনা-স্থাপনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।