তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা :
খুলনার পাইকগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ চারজনকে আটক করেছে।
আটকৃতরা হলেন, আলমতলা গ্রামের শরিফুল ইসলামের ছেলে দিনারুল ইসলাম দিনার সানা, উলুডাঙ্গা গ্রামের হাকিম মোড়লের ছেলে আব্দুল্লাহ মোড়ল, কাশিমনগর গ্রামের ইউনুস মোড়লের ছেলে সাব্বির হোসেন ও রামনগর গ্রামের রেজাউল সরদারের ছেলে ইস্রাফিল সরদার।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এমদাদুল হক শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে রাড়–লী ক্যাম্প পুলিশের ইনচার্জ উত্তম কুমার অভিযান চালিয়ে ১২ পিস ইয়াবাসহ দিনারুলকে ও হরিঢালী ক্যাম্প পুলিশের ইনচার্জ প্রিয়তোষ কুমার অভিযান চালিয়ে ১৫ গ্রাম গাঁজাসহ আব্দুল্লাহ, সাব্বির ও ইস্রাফিলকে আটক করে। এ ঘটনায় থানায় পৃথক দুটি মামলা দায়ের হয়েছে।