পাইকগাছা প্রতিনিধিঃ
পাইকগাছায় জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে রবিবার ২৮ এপ্রিল সকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিচার বিভাগের উদ্যোগে আইনজীবী সমিতি মিলনায়তনে উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল এর সভাপতিত্বে “বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার অবদান, বিনামূল্যে লিগ্যাল এইডে আইনী সেবাদান” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, সিনিয়র সহকারী জজ মোঃ সালাহ উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন, আইনজীবী সমিতির সভাপতি এড. অজিত কুমার মন্ডল। সাধারণ সম্পাদক এড. দীপঙ্কর কুমার সাহা’র পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, এড. জিএম আব্দুস সাত্তার, এড. শেখ তৈয়েব হোসেন নুর, এড. আবুল কালাম আজাদ, এড. শফিকুল ইসলাম কচি, এড. চিত্তরঞ্জন মন্ডল, এড. কিশোর কুমার দাশ, এড. বেলাল উদ্দীন, এড. রেহানা পারভীন ও এড. রেখা রানী বিশ্বাস।