পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ
খুলনার পাইকগাছায় মাদরাসার শিক্ষক এক ছাত্রকে লাঠি দিয়ে মেধড়ক মারপিট করে গুরুতর আহত করেছে। এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ শিক্ষককে আটক করেছে।
মামলা সুত্রে জানা গেছে, জেলার পাইকগাছার গদাইপুর ইউনিয়নের বৃত্তি গোপালপুর গ্রামের ভ্যান চালক আব্দুল মান্নান বিশ্বাস এর পুত্র মেহেদী হাসান (১২) পুরাইকাটি জামে মসজিদ সংলগ্ন হাফিজিয়া মাদরাসার ছাত্র। সে নিয়মিত পড়াশুনার পাশাপাশি রবিবার ভোরে আরবি পড়া না পারায় শিক্ষক শরিফুল ইসলাম কাগজী বেত দিয়ে তার শরীরের বিভিন্ন অংশে এমনকি গোপন জায়গায়ও আঘাত করে। মেহেদী আঘাত সহ্য করতে না পেরে পড়ে গেলে শিক্ষক শরিফুল কাগজী মেহেদীকে পা দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। মেহেদীর বাড়ীর লোকজন উক্ত ঘটনা জানতে পেরে আহত অবস্থায় মেহেদীকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ঘটনায় শিক্ষার্থীর পিতা বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ মাদরাসা শিক্ষককে আটক করে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে বলে ওসি মোঃ এমদাদুল হক শেখ জানিয়েছেন।