পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ
খুলনার পাইকগাছায় থানা পুলিশ ইয়াবাসহ দু’জনকে আটক করেছে। এ ঘটনায় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
থানা পুলিশ সুত্রে জানা গেছে, থানার এস আই মহিউদ্দীন ও এ এস আই জাকির হোসেন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে উপজেলার রাড়–লী ইউনিয়নে অভিযান চালিয়ে শ্রীকন্ঠপুর গ্রামের উত্তর পাড়া ঈদগাহ ময়দান সংলগ্ন এলাকা থেকে ৯ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করে। আটককৃতরা একই এলাকার মৃতঃ হান্নান সরদারের পুত্র তৌহিদুজ্জামান নয়ন (৪৩) ও শাহাজান শেখের পুত্র আব্দুর শুকুর শেখ (৪০)। এ ঘটনায় থানা পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করেছে। এদিকে আটককৃত দু’জনকে বুধবার আদালতে প্রেরন করা হয়েছে বলে ওসি মোঃ এমদাদুল হক শেখ জানিয়েছেন।