প্রতিনিধি, পাইকগাছা :
খুলনার পাইকগাছা উপজেলায় আট জুয়াড়ীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল জরিমানা প্রদান করা হয়েছে।
বুধবার (২০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মামুদকাটি বাজারের মোজাহার গাজীর দোকানে জুয়া খেলার সময় থানার উপপরিদর্শক লিটন বিশ্বাসের নেতৃত্বে পুলিশ জুয়ার আসরে অভিযান চালিয়ে ৮ জুয়াড়ীকে আটক করে। পরে আটককৃতদের ভ্রাম্যমান আদালতে সোপর্দ করলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলিয়া সুকায়না আটক মুনমুন খাঁ(২৮) ও মোজাহার গাজীকে(৪৫) সাতদিন করে কারাদণ্ড।
এছাড়া গফফার মজলিশ(৩৮), হাসান ইসলাম (২০), শিবশঙ্কর শিকদার(২৫), আব্দুল্লাহ গোলদার (২৬), বাবুল গাজী(৪২) ও মিলন সরকারকে(৩৫) ছয়শত টাকা করে ৩ হাজার ৬’শ টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন, পেশকার দিপঙ্কর মন্ডল।