প্রেস বিজ্ঞপ্তি :
জাতিসংঘ মানবাধিকার কমিশন কর্তৃক অনুমোদিত বাংলাদেশ মানবাধিকার কমিশনের খুলনা বিভাগীয় সমন্বয়কারী মানবতাবাদী এ্যাডভোকেট শেখ অলিউল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ৩০-০৬-২০১৯ তারিখ নগরীর সি এন্ড বি কলোনীর ‘আদর্শ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়’-এর চতুর্থ শ্রেণীর ছাত্র হাসান মল্লিক (১৩) ১০ দিনেও স্কুল থেকে বাড়ি ফেরেনি মর্মে একটি ঘটনা বাংলাদেশ মানবাধিকার কমিশনের খুলনা বিভাগীয় শাখার দৃষ্টিগোচর হয়।
কমিশনের পক্ষ থেকে বিষয়টি গোপনে তদন্ত শুরু করে। তদন্তে প্রাথমিকভাবে জানা যায় চতুর্থ শ্রেণীর ছাত্র হাসান মল্লিক তার সহপাঠী হাবিবা আক্তারকে যৌন হয়রাণিমূলক আপত্তিকর কথা বলে। এক পর্যায়ে স্কুল শিক্ষকরা বিষয়টি জ্ঞাত হলে সংশ্লিষ্ট শ্রেণী শিক্ষক নূপুরা বেগম ছাত্র হাসান মল্লিককে নিজ হেফাজতে নিয়ে স্কুলে বসিয়ে রেখে ছাত্রের মাকে সংবাদ দেন। অতঃপর স্কুল ছাত্র হাসান মল্লিক তার মায়ের আগমনের সংবাদ পেয়ে স্কুল থেকে গোপনে পালিয়ে যায়।
উল্লেখ্য যে, উক্ত ছাত্র ইতোপূর্বেও মাদ্রাসায় পড়াকালীন এমনিভাবে একাধিক বার মাদ্রাসা থেকে গোপনে পালিয়ে যায় এবং স্বেচ্ছায় ফিরে এসেছে। মানবাধিকার কমিশন মনে করে, যেহেতু স্কুল ছাত্র হাসান মল্লিক স্কুল থেকে স্বেচ্ছায় পালিয়েছে, সেহেতু তার অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষসহ সর্বমহলের একান্ত সহযোগিতায় হাসান মল্লিককে খুঁজে বের করা প্রয়োজন। এক্ষেত্রে মানবাধিকার কমিশনের পক্ষ থেকে প্রকৃত সত্য উদঘাটনের জন্য ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।