প্রতিনিধি, দাকোপ :
খুলনার দাকোপ উপজেলার সদর আঁচাভূয়া গ্রামের মোনতাজের করাতকলের সামনে থেকে সুন্দরবনের কাঠ জব্দ করা হয়েছে।
বুধবার (৩ এপ্রিল) বেলা ১টার দিকে দাকোপ থানা পুলিশ গিয়ে করাতকলের সামনে চুনকুড়ি নদী থেকে ওই কাঠ ও একটি ডিঙি নৌকা জব্দ করেন। এ ব্যাপারে থানার উপপরিদর্শক পলাশ কুমার দাশ বলেন, প্রায় সাত থেকে দশ ফুট লম্বা খুঁটির মতো ৩০টি সুন্দরীকাঠ ওই ডিঙি নৌকায় রাখা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে নৌকাসহ কাঠগুলো জব্দ করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত থাকায় উপজেলার সুতারখালি গ্রামের শামছুর মল্লিকের ছেলে আরাফাত মল্লিক ওরফে বকুলকে(৩০) গ্রেপ্তার করা হয়।
কাঠ উদ্ধারের পর এলাকার অন্তন পাঁচজনের সঙ্গে কথা বলে জানা গেছে, খুঁটিসহ ঘর তৈরির বিভিন্ন সরঞ্জাম হিসেবে ওই গাছ ব্যবহৃত হয়। দীর্ঘদির ধরে সুন্দরবন থেকে চুরি করে ওই কাঠ ট্রলারযোগে এনে চালনার বিভিন্ন স’মিল ও এলাকাবাসির কাছে বিক্রি করে থাকে চক্রটি। কাঠ ও নৌকা জব্দ করে সুতারখালী ফরেষ্ট স্টেশন কর্মকর্তা দাউদ মিয়ার কাছে হস্তান্তর করা হয়। প্রতিবেদনটি লেখা পর্যন্ত এ ঘটনায় বন সংরক্ষণ আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানান।