দাকোপ (খুলনা) সংবাদদাতা :
খুলনার দাকোপে পশুরনদী ও বিভিন্ন খাল থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের সময় ৮ ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমান আদালতে ৫৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গল বার উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সঞ্জয় দাস পুলিশ ফোর্স নিয়ে উপজেলার চুনকুড়ি, বাজুয়া ও বানিশান্তা এলাকায় অভিযান চালায়। এ সময়ে আত্মঘাতী স্যালো বা ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ৮ ব্যক্তিকে আটক করে। পরবর্তীতে বিকাল ৫টায় ভ্রাম্যমান আদালত পরিচালনা কওে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে উপজেলার সাহেবের আবাদ এলাকার ঋষিকেশ মোড়লের ছেলে সঞ্জয় মোড়লের কাছ থেকে ৫০ হাজার টাকা ও দন্ডবিধি আইনে বরিশাল বানারীপাড়া এলাকার নূর মোহাম্মদের ছেলে শামীম, সামসুল ব্যাপারীর ছেলে রাহাত ব্যাপারী, রামপাল কাপাশ ডাঙ্গা এলাকার মোশাদের ছেলে জোনায়েদ, রুপসার রামনগর এলাকার আবুল বাশারের ছেলে আমিনুল ইসলাম ও উপজেলার বাজুয়া এলাকার কৃষ্ণপদ মন্ডলের ছেলে বঙ্কিম মন্ডল প্রত্যেকে কাছ থেকে ১ হাজার টাকা করে এবং মোংলার চিলা গাববুনিয়া এলাকার আওয়াল শেখের ছেলে আশিক ও একই এলাকার আরমানের ছেলে ওবাইদুলের কাছ ৫‘শ টাকা করে মোট ৫৬ হাজার টাকা জরিমানা আদায় করেন।