নিজস্ব প্রতিবেদক: খুলনা জেলা ডিবি পুলিশের অভিযানে পাইকগাছা থানার মধুখালী এলাকা হতে ১৫০ (একশত পঞ্চাশ) গ্রাম গাঁজা সহ ২ জন গ্রেফতার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে প্রাপ্ত তথ্য অনুসারে পরিচালিত অভিযানে খুলনা জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ তোফায়েল আহমেদ এর নেতৃত্বে এসআই মোঃ লায়েকুজ্জামান সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ পাইকগাছা থানা এলাকায় মাদক উদ্ধার সহ বিবিধ উদ্ধার অভিযান পরিচালনা কালে পাইকগাছা থানাধীন মধুখালী সাকিনস্থ পার মধুখালী চৌমাথা খেয়াঘাট যাত্রী ছাওনী সংলগ্ন ইটের সোলিং রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়।
আটকেরা হলেন, মিলন কান্তি বালা (৪২), পিং- মৃত গুরুপদ বালা, সাং-ঘুরুনিয়া, থানা-ডুমুরিয়া, হিমাংশু সরকার (৩৪), পিং- নিরোদ সরকার, সাং- পার মধুখালী, থানা- পাইকগাছা, উভয় জেলা-খুলনা। এই ঘটনায় জেলা গোয়েন্দা শাখা, খুলনা পুলিশের এসআই (নিঃ)/লায়েকুজ্জামান বাদী হয়ে পাইকগাছা থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন।