খবর বিজ্ঞপ্তি :
খাদ্য গুদাম হ্যান্ডলিং ওয়ার্কার্স ইউনিয়ন (রেজিঃ নং-১৩৮)-এর সাধারণ সম্পাদক ফারুখ খাঁ’কে গত ২১-০৫-১৯ তারিখ রাত আনুমানিক ১১:১০ টার সময় ৬নং ঘাটে ডেকে নিয়ে হত্যার উদ্দেশ্যে দুস্কৃতিকারী সন্ত্রাসীরা বর্বোরচিতভাবে হামলা করে। ফারুখের উপর এহেন জঘণ্য হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদে সমাবেশ ২৩ মে বিকেল ৫টায় ৪নং ঘাটস্থ খাদ্য গুদাম শ্রমিক ইউয়িনের সভাপতি সেলিম ফরাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় শ্রমিক লীগ মহানগর শাখার সভাপতি আবুল কাশেম মোল্লা। বিশেষ অতিথি ছিলেন জাতীয় শ্রমিক লীগ খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক রণজিৎ কুমার ঘোষ। সভা পরিচালনা করেন ঘাট শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাই ইসলাম কচি। সভায় বক্তব্য রাখেন জীবন বীমা কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সেলিম গাজী, যুব শ্রমিক লীগের আহবায়ক মল্লিক নওশের আলী, বিআইডব্লিউ টিসি হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (১৪১৫)-এর সভাপতি মুন্সী ইউনুস, সাধারণ সম্পাদক খালেক শিকদার, নুর ইসলাম, আতাহার মাস্টার, মাহাবুবুর রহমান, খুলনা জেলা দর্জি কর্মচারি ইউনিয়নের সাধারণ সম্পাদক আকতার হোসেন, শ্রমিকনেতা মোঃ হারুন, মোঃ বাদশা, মোঃ সানি, মোঃ পাপ্পু, মোঃ বাদল, সাজু শিকদার, মোঃ রাজ্জাক, ফারুখ সরদার, মোঃ শাহজাহান মল্লিক, খোকন শীল প্রমুখ।
বক্তারা বলেন, শ্রমিকনেতা ফারুখকে হত্যার উদ্দেশ্যে ফিলম স্টাইলে অমানবিকভাবে যে হামলা করা হয়েছে তা ফেসবুকে ভিডিও দেখলে মনে হবে পাকহানাদার বাহিনীকেও হার মানিয়ে দিয়েছে। এই হামলাকারীরা মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, ঘাট এলাকার চোরাকারবারী সিন্ডিকেটের সদস্য। এদের অবিলম্বে গ্রেফতার করে রিমান্ড নিয়ে প্রকৃত ঘটনা উদঘাটন করতে হবে। এই সকল অস্ত্র ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, ট্রাক চুরি সিন্ডিকেট দীর্ঘদিন ঘাট এলাকায় এ সমস্ত ঘটনা ঘটিয়ে যাচ্ছে। সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়েছে এদের কাছে। তাই মাননীয় কেএমপি, পুলিশ কমিশনারের প্রতি এই হামলাকারীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।