পাইকগাছা প্রতিনিধি :
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী স ম রেজাউল করিম এমপি’র সাথে সৌজন্য সাক্ষাত করেছেন পাইকগাছা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।
পাইকগাছা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে সরকারি বাসভবনে মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাত করেন। এ সময় আইনজীবী সমিতির নেতৃবৃন্দ জরাজীর্ণ পাইকগাছা আদালত ভবনের সংস্কার ও নতুন আদালত ভবন নির্মাণের জন্য মন্ত্রীর নিকট দাবী জানান। এ সময় মন্ত্রী আদালতের সমস্যা ও আইনজীবীদের দাবী ডিসেম্বর মাসের মধ্যে সমাধানের আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন, আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ অজিত কুমার মন্ডল, সাধারণ সম্পাদক দিপঙ্কর কুমার সাহা, সাবেক সহ-সভাপতি মোজাফফর হাসান, সাবেক সাধারণ সম্পাদক শেখ তৈয়ব হোসেন নূর ও পাইকগাছার কৃতি সন্তান ব্যারিস্টার নেওয়াজ মোরশেদ।