নিজস্ব প্রতিবেদক : মঙ্গলবার ২১ মে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাশেদুল ইসলাম এর নেতৃত্বে পরিচালিত অভিযানে খুলনায় হোটেল ক্যাসল সালাম ও হোটেল টাইগার গার্ডেনকে ৫০ হাজার করে ১ লক্ষ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
তিনি জানান, জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মাহাম্মদ হেলাল হোসেনের নির্দেশনায় ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট’র তত্ত্বাবধানে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। অভিযানে নগরীর হোটেল ক্যাসল সালাম ও হোটেল টাইগার গার্ডেনে অভিযান চালিয়ে হোটেল দুটির কিচেনে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, মেয়াদোত্তীর্ন, পচা ও বাসি খাদ্যসামগ্রী উদঘাটন করে এবং এ প্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লংঘনের অপরাধে হোটেল দুটির প্রত্যেকটিকে ৫০ হাজার টাকা করে মোট এক লক্ষ টাকা অর্থদ- প্রদান করা হয়।