অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা :
খুলনার কয়রায় গাঁজা ও ইয়াবাসহ ৪জনকে আটক করেছে কয়রা থানা পুলিশ।কয়রা থানা পুলিশ সুত্রে জানা যায়, গত ১ফেব্রুয়ারী, শুক্রবার রাত ১০ টার দিকে অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজা ও ৪ পিচ ইয়াবা সহ ৪ জনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, কয়রা থানার অফিসার ইনচার্জ(তদন্ত) মোস্তফা হাবিবুল্যাহ’র নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ২নং কয়রা গ্রামের আনিছুর শেখ ওরফে আনু (২৫) এর বাড়িতে এ সকল মাদকদ্রব্য বেচাকেনার সময় তাকে আটক করে। এ সময় তার সহযোগী আছাদুজ্জামান আশিক (১৯), জেনারুল ইসলাম (২০) ও বিল্লাল হোসেন (১৯) কে আটক করা হয়। এ ব্যাপারে জানতে চাইলে কয়রা থানা অফিসার ইনচার্জ তারক বিশ্বাস বলেন, কয়রা থানায় মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে ।