খবর বিজ্ঞপ্তি :
জাতিসংঘ মানবাধিকার কমিশন কর্তৃক অনুমোদিত বাংলাদেশ মানবাধিকার কমিশনের খুলনা বিভাগীয় সমন্বয়কারী মানবতাবাদী অ্যাডভোকেট শেখ অলিউল ইসলামের প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায় কেএমপি’র পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) সরদার রকিবুল ইসলাম ২০১৮ সালে কেএমপি’র আওতাধীন এলাকায় মাদকের জিরো টলারেন্স ঘোষণা তৎসহ মাদক নির্মুল করার জন্য খুলনা মহানগরীতে স্মরণকালের বলিষ্ঠ ভূমিকা রেখে চলেছেন।
এছাড়া গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, জঙ্গীবাদ দমন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা, জনবান্ধব ও অতুলনীয় ভ্রাতৃত্বপূর্ণ ব্যক্তিত্বসহ শৃংখলামূলক আচরণের জন্য খুলনাবাসীর নিকট অতিপ্রিয় মানুষ হিসেবে ভালোবাসা অর্জন করেছেন। যে কারণে বাংলাদেশ মানবাধিকার কমিশন খুলনা বিভাগের পক্ষ থেকে অনুরূপভাবে অভিনন্দন জানিয়েছেন যথাক্রমে মানবতাবাদী অ্যাডভোকেট সৈয়দ এরশাদ আলী, অ্যাডভোকেট রামকৃষ্ণ বিশ্বাস, অ্যাডভোকেট সুনীল চন্দ্র বিশ্বাস, অ্যাডভোকেট দেবানন্দ হুই চৌধুরী, অ্যাডভোকেট কাজী আমিনুল ইসলাম মিঠু, অ্যাডভোকেট পলাশী মজুমদার, অ্যাডভোকেট নিহির কুমার বিশ্বাস, অ্যাডভোকেট শেখ আমিনুল ইসলাম, রুমি পারভীন, মনোয়ারা বেগম, শিরিনা পারভীন প্রমুখ।