বিশেষ প্রতিনিধি, কলাপাড়া (পটুয়াখালী) :
পটুয়াখালীর কলাপাড়ায় দুই হরিন শিকারীকে আটক করেছে পুলিশ । এসময় তাদের সংরক্ষিত ২০ কেজি মাংস জব্দ করা হয়েছে । শুক্রবার গভীর রাতে উপজেলার আলীপুর শিববাড়িয়া স্লুইজে নোঙ্গর করা একটি কাঠের নৌকা থেকে মাংস গুলো জব্দ করে মো.মাসুম বিল্লাহ (৪৪) এবং মো.হাসান (৩২) কে আটক করা হয়।
মাসুম বিল্লাহ’র বাড়ী বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার দক্ষিন চরদুয়ানী গ্রামে । সে ওই গ্রামের মো.রুস্তুম আলী হাওলাদারের ছেলে । অপর শিকারী হাসান হাওলাদারের বাড়ী কুয়াকাটা পৌরসভার ৪নাম্বার ওয়ার্ডে। সে ওই এলাকার ফুল মিয়া হাওলাদারের ছেলে।
এ ঘটনায় বন্যপ্রানী নিবন্ধন আইনে মামলা হয়েছে। শনিবার এদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে। মহিপুর থানার ওসি খোন্দকার মো.আবুল খায়ের বলেন, এরা সুন্দরবন এলাকায় ফাঁদ পেতে দীর্ঘদিন ধরে হরিন শিকার করে আসছে । হরিন গুলো শিকারের পরে গোপনে মাংস বিক্রি করেন । শুক্রবার শিববাড়িয়া নদীতে নোঙ্গর করা একটি নৌকা থেকে হরিনের মাংস সহ তাদের দু’জন শিকারীকে আটক করা হয়। মাংস গুলো ফ্রিজে রাখা হয়েছে আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।###