খবর বিজ্ঞপ্তি :
বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র, পরিচ্ছন্ন রাজনীতির রোল মডেল শেখ সালাহউদ্দিন জুয়েল(এমপি) কে বাংলাদেশের অ্যাকুয়া কালচারের বাণিজ্যিক সংগঠন ফিস ফার্ম ওনার্স এসোসিয়েশন, বাংলাদেশ (ফোয়াব) থেকে প্রকাশিত ‘‘দৈনন্দিন খাদ্যে মাছের পুষ্টিগুণ’’ বিষয়ক বই প্রদান।
০৪ জুলাই (বৃহস্পতি বার) দুপুরে খুলনা মহানগরীর শেরে বাংলা রোডে “শেখ বাড়ি” তাঁর বাসভবনের অফিসে ফিস ফার্ম ওনার্স এসোসিয়েশন, বাংলাদেশ (ফোয়াব) এর কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতৃবৃন্দরা উপস্থিত হয়ে (ফোয়াব) প্রকাশিত ‘‘দৈনন্দিন খাদ্যে মাছের পুষ্টিগুণ’’ বিষয়ক সাস্থ্য সহায়ক ও তথ্য ভিত্তিক বই তাঁর হাতে তুলে দেন। একই সময় (ফোয়াব) আঞ্চলিক কমিটির পক্ষ থেকে শেখ সালাহউদ্দিন জুয়েল(এমপি) কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফোয়াব কেন্দ্রীয় কমিটির সভাপতি মোল্লা সামছুর রহমান (শাহীন), সাধারণ সম্পাদক পুরস্কারপ্রাপ্ত চিংড়ি চাষী মো. ওয়াজেদ আলম, সহ-সভাপতি লস্কর মনিরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাকিল হোসেন, সাংগঠনিক সম্পাদক গোবিন্দ রায়, মো. বাহাদুর শেখ, সরোয়ার হোসেন, ফোয়াব খুলনা আঞ্চলিক কমিটির সদস্য সচিব কানাই মণ্ডল, নগর শ্রীরামপুর মৎস্যজীবী সমবায় সমিতি লি. এর সাধারণ সম্পাদক, রবীন্দ্রনাথ বিশ্বাস প্রমূখ।