রূপসা প্রতিনিধি,খুলনা: খুলনার রূপসা উপজেলায় ঈদের আনন্দ নেই কৃষকের মুখে। কারন ন্যায্য মূল্য ধান বিক্রি করতে না পেরে কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি বোরো মৌসুমে উপজেলার পাঁচটি ইউনিয়নে পাঁচ হাজার ৯৭০ হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছে। গত বছর থেকে এবার ২৭০ হেক্টর জমির আবাদ বেশি হয়েছে। সরেজমিনে সোমবার (২৭ মে) উপজেলার আলাইপুর বাজারে ধান বিক্রি করতে আসা কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, এ বছর সরকারি ভাবে ধান কেনা শুরু না হওয়ায়। দেনার ভাড়ে হাটে এনে অনেক কম দামে ধান বিক্রি করতে হচ্ছে।
এ বছর আর পরিবার নিয়ে মজা করে ভালভাবে ঈদুল ফিতর উদযাপন করতে পারবেনা বলে জানান কৃষকেরা। কাজদিয়া গ্রামের কৃষক জিয়া খাঁন জানান, আগের বছরের তুলনায় এ বছর ধানের দাম অনেক কম। তাছাড়া মাহজন ও শ্রমিকদের টাকা ঈদের আগেই পরিশোধ করতে হবে। তাই সব ধান কম দামে বিক্রি করে ফেলেছি। পরিবার নিয়ে অনেক কষ্টে জীবন যাপন করছি। তিনি বলেন আগামী বছর থেকে আর ধান চাষ করবো না। আলাইপুর বাজারের ধান ব্যবসায়ী জালাল উদ্দিন জানান, গত বছরের তুলনায় ধানের দাম অনেক কম। এবার ৪৫০ থেকে ৫২০ টাকা দরে ধান কেনা হচ্ছে।
এ ব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ রফিকুল আলম বলেন, এবার সরকারি ভাবে প্রকৃত কৃষকদের কাছ থেকে ১০৪০ টাকা দরে ২০১ মেট্রিক টন বোরো ধান কেনা হবে। কিন্তু গোডাউন গুলো খালি না থাকাই ধান কেনা হচ্ছে না। তবে ঈদের আগেই চাষীদের কাছ থেকে ধান কেনা শুরু হবে বলে জানান তিনি।