ফকিরহাট প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাট উপজেলা জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির উদ্যোগে ২৩ জুলাই মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা অডিটরিয়ামে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনের মূল্যায়ন, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা সিনিয়র মৎস্য অফিসার অভিজিৎ শীল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান স্বপন কুমার দাশ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, অফিসার ইনচার্জ আবু জাহিদ শেখ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অসিম কুমার সমাদ্দার। ক্ষেত্র সহকারি সঞ্চয় কুমার বাছাড় এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে ইউপি চেয়ারম্যান এম এম আবুল হোসেন, কাজি মোঃ মহসিন, খান শামিম জামান পলাশ, এ্যাডঃ হিটলার গোলদার, মোঃ শহিদুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ দিলদার হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ কুমার বিশ্বাস, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহিদুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন সরদার, কৃষি সম্প্রসারণ অফিসার তন্ময় দত্ত, সহকারি মৎস্য অফিসার মোঃ সিরাজুল হক, অনর্ব বিশ্বাস, অফিস সহকারি মেজবাহ উদ্দিন সহ বিভিন্ন কর্মকর্তা, গনমাধ্যমকর্মী, মৎস্য চাষী উপস্থিত ছিলেন।
এ সময় মৎস্য চাষ বিষয়ক বিভিন্ন বিষয়ের উপর চারজনকে পুরস্কার দেয়া হয়।