পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :
খুলনার পাইকগাছায় বোরো মৌসুমের চাল ও ধান সংগ্রহ অভিযান শুরু করা হয়েছে। ২৩ মে (বৃহস্পতিবার) সকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃসিবিদ এএইচএম জাহাঙ্গীর আলম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম সিদ্দিকী ফিরোজ, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, গুদাম কর্মকর্তা হাবিবুর রহমান, ডিলার ব্যবসায়ী বিশ্বনাথ দাশ।
উল্লেখ্য, অত্র উপজেলায় চলতি বোরো মৌসুমে ৫’শ ৫৮ মেট্রিকটন চাল ও ১’শ ৪৪ মেট্রিকটন ধান সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ বছর বোরো মৌসুমে ৩৬ টাকা কেজি দরে ৪’শ ২৬ মেট্রিকটন সিদ্ধচাল ও ৩৫ টাকা কেজি দরে ১’শ ৩২ মেট্রিকটন আতপ চাল এবং ১’শ ৪৪ মেট্রিকটন ধান সংগ্রহ করা হবে।