খবর বিজ্ঞপ্তি : বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির আহবানে দেশব্যাপী ধানের লাভজনক দাম, প্রতি ইউনিয়নে সরকার নির্ধারিত ১,০৪০ টাকা দরে খোদ কৃষকের কাছ থেকে ক্রয়ের দাবিতে ২৩ মে বৃহস্পতিবার খুলনায় কৃষক সমিতি খুলনা জেলা কমিটির উদ্যোগে কৃষকরা বেলা ১২টা থেকে ২টা পর্যন্ত ডিসি অফিসের সামনের রাস্তা বন্ধ করে অবস্থান কর্মসূচি পালন করে।
অবস্থান কর্মসূচির পূর্বে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা শত শত কৃষকরা লাল পতাকা ও বিভিন্ন দাবি সম্বলিত প্লাকার্ড নিয়ে শহরের বিভিন্ন রাস্তায় মিছিল করে। কৃষক নেতা শেখ হান্নানের সভাপতিত্বে এবং সংগঠনের জেলা সাধারণ সম্পাদক এস এ রশীদের পরিচালনায় অবস্থান সমাবেশে বক্তৃতা করেন সিপিবি খুলনা জেলা কমিটির সাধারণ সম্পাদক এ্যাড. রুহুল আমিন, বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক কাজী দেলোয়ার হোসেন, সিপিবি নগর সভাপতি এইচ এম শাহাদৎ, বাসদ-এর জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নাণ্টু।
কৃষক সমিতির মন্মথ বিশ্বাস, অরুণা চৌধুরী, কিশোর রায়, অধ্যাপক নিহার গোলদার, শিশির সরকার, সাহিদুর ইসলাম, মুরারী সরকার, পূর্ণেন্দু বিশ্বাস, জাকির হোসেন, প্রদর্শক পূর্ণেন্দু বিশ্বাস, এ্যাড. প্রীতিষ মণ্ডল, ক্ষেতমজুর সমিতির সভাপতি এ্যাড. চিত্তরঞ্জন গোলদার, সাধারণ সম্পাদক অশোক সরকার, গণতান্ত্রিক আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. সন্দীপ রায়, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক আব্দুর রহমান মোল্যা, শ্রমিকনেতা এস এম চন্দন, উদীচী’র জেলা নেতা ফারহাদ হোসেন মিটন, খেলাঘর আসরের সাধারণ সম্পাদক সাকিব হাসান, যুব ইউনিয়নের খুলনা জেলা সভাপতি এ্যাড. নিত্যানন্দ ঢালী, ছাত্র ইউনিয়নের জেলা সভাপতি উত্তম দাস, বিএল কলেজের ছাত্র নেতা রকি বিশ্বাস প্রমুখ।
বক্তারা বলেন, কৃষক ধানের ন্যায্য দাম না পেয়ে নিজ ধান ক্ষেতে আগুন দিচ্ছে। সরকার ১০৪০ টাকা ধানের মূল্য নির্ধারণ করলেও কৃষক সে মূল্য পাচ্ছে না। কৃষকের কাছ থেকে কমদামে ধান ক্রয় করে এক শ্রেণির দালাল, সরকার দলীয় নেতাকর্মিরা সরকারি ক্রয়কেন্দ্রে ধান বিক্রয় করছে। যা ইতোমধ্যে কৃষিমন্ত্রী স্বয়ং ম্বীকার করেচেন।
নেতৃবৃন্দ অবিলম্বে প্রতি ইউনিয়নের সরকারি ক্রয়কেন্দ্র খুলে সরাসরি কৃষকদের নিকট থেকে ধান ক্রয়ের দাবি জানান।