খবর বিজ্ঞপ্তি :
গ্যাসের মূল্যবৃদ্ধির অজুহাতকে খোঁড়া যুক্তি বলে গভীর উদ্বেগ, প্রতিবাদ ও পূর্বের মূল্যে ফিরিয়ে নেয়ার দাবি করে বিবৃতি দিয়েছেন, নাগরিকদের সংগঠন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির নেতৃবৃন্দ।
বিবৃতিতে নেতৃৃবন্দ বলেন, সাধারণ জনগণের মতামত ও গণশুনানীর দাবিকে উপেক্ষা করে অযৌক্তিকভাবে গ্যাসের মূল্যবৃদ্ধি করা হয়েছে। সরকারি প্রতিষ্ঠান তিতাস গ্যাস কোম্পানির দুর্নীতি ও অনিয়ম দূর না করে রাষ্ট্রের মালিক সেই কলুর বলদ জনগণের উপরই সকল বোঝা চাপিয়ে দেয়া হয়েছে। সদস্য ঘোষিত বাজেটের প্রেক্ষিতে সকল জিনিসপত্রের মূল্য বাড়তে শুরু করেছে। তার উপর গ্যাসের মূল্যবৃদ্ধিতে সঙ্গতকারণেই গৃহস্থালী ব্যবহারযোগ্য দ্রব্য, বিদ্যুৎ-যানবাহানের ভাড়াসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রবাদির মূল্য আর এক দফা বাড়বে। এতে জনগণের দুঃখ-কষ্ট ও হতাশা ক্রমান্বয় বাড়বে বলে গ্যাসের মূল্য পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার দাবি জানান নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দরা হলেন সংগঠনের সভাপতি ভাষাসৈনিক আলহাজ্ব লোকমান হাকিম, মহাসচিব প্রাণিপ্রেমী এস এম সোহরাব হোসেন, সহ-সভাপতি খালিদ হোসেন, এড. অলোকা নন্দা দাস, মোজাম্মেল হক, শওকাত হোসেন, অরবিন্দ সাহা, কবি রুহুল আমিন সিদ্দিকী ও অধ্যাঃ জাহাঙ্গীর আলম সবুজ, কোষাধ্যক্ষ আলহ্জ্বা মহিউদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব মহেন্দ্র নাথ সেন, শেখ আব্দুল হালিম, আলহাজ্ব শেখ মোঃ আবু সুফিয়ান, সাংগঠনিক সম্পাদক এড. মামুনুর রশীদ, প্রচার সম্পাদক শেখ আইনুল হক, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সেলিম বুলবুল, ক্রীড়া সম্পাদক এস এম আকরাম হোসেন খোকন, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ হাসমত আলী, বীর মুক্তিযোদ্ধা রফিকউদ্দীন বাবলু, নাগরিক নেতা খালেক শিকদার, আলহাজ্ব হাফিজ মাহমুদ স্বপন, সাংবাদিক আব্দুল খালেক আজীজী, নূর মোহাম্মদ টেনা, এম এ সবুর, নারীনেত্রী জেসমিন জামান, সুজাতা রানী বিশ্বাস, সাজেদা ইসলাম, ফাল্গুনী জাহান বৃষ্টি, এড. মেহেদী ইনছার, হুমায়ুন কবির হিমু, বখতিয়ার শিকদার, এম এ সবুর, মোঃ আসিফ ইকবাল, কামাল হোসেন জোয়ার্দ্দার, সরদার মোশাররফ হোসেন, সিরাজুল ইসলাম চৌধুরী, ছোলেমান খান, রাসেল আলম প্রমুখ