পাপ্পু সাহা, দাকোপ, খুলনাঃ খুলনা জেলাধীন দাকোপ উপজেলার বাজুয়া ইউনিয়ন পরিষদ হলরুমে ১৯ মে রবিবার সকাল ১০টায় সুইস এজেন্সী ফর ডেভেলপমেন্ট এন্ড কো-অপারেশন (এস ডি সি) এর অর্থায়নে হেলভেটাস বাংলাদেশ এর কারিগরী সহায়তায় রুপান্তরের বাস্তবায়নে অপরাজিতা -নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আওতায় স্থানীয় পর্যায়ে সেবাদানকারী সংস্থার প্রতিনিধিদের সাথে স্থানীয় সেবা প্রদান বিষয়ক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।
অপরাজিতা প্রকল্পের উপজেলা সমন্ময়কারী কুমারেশ মন্ডল এর পরিচালনায়। বাজুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উৎপল দাস প্রধান অতিথি হিসাবে সভার উদ্ভোধন ঘোষণা করেন।
উক্ত সভায় উপস্থিত ছিলেন সংরক্ষিত ওয়ার্ড সদস্য তন্দ্রা রায়, সংরক্ষিত ওয়ার্ড সদস্য গীতা মন্ডল, সদস্য কার্তিক মন্ডল, রুবিনা নাথ, রুপালি মির্জা, দান কুমারী, শিবানি মন্ডল, প্রকাশ মিস্ত্রী, শ্যামল মন্ডল, সমীরন বিশ্বাস, পাপ্পু সাহা, মলিনা সহ আরো অনেকে।